আইপিএলের নিলাম মানেই চমকপ্রদ কাণ্ড। এখানকার টেবিলগুলোতে যেনো জমে থাকে আরব্য রজনীর রহস্য। কে কোন চাল কখন চেলে দেবেন, কে কার ওপর বাজি ধরবেন বোঝাই মুশকিল। হয়তো বহুল আলোচিত কোনো ক্রিকেটারের দিকে কেউ ফিরেই তাকাবেন না। আবার কেউ আলাদিনের চেরাগ ঘষে অখ্যাত কাউকে রীতিমতো শিরোনামে নিয়ে আসবেন। রাতারাতি তারকা বানানোর নজিরও এই আইপিএল নিলাম টেবিলের আছে।
এবার শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর অ্যাকসিলারেটেড রাউন্ড ১-এর নিলামেও তেমন কিছু চোখ ছানাবড়া করা কাণ্ড ঘটেছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রেকর্ড ২৫.২০ কোটি রুপিতে কিনে নিয়ে বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একইসাথে, আনক্যাপড ভারতীয় খেলোয়াড়দের ওপর আকাশছোঁয়া দর হাঁকিয়ে শিরোনামে এসেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে পেতে কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে তুমুল দর কষাকষি হয়। শেষ পর্যন্ত শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর ২৫ কোটি ২০ লাখ রুপির বিপুল অর্থে গ্রিনকে তাদের তাঁবুতে নিয়ে আসে। এর ফলে গ্রিন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন। স্বদেশী মিচেল স্টার্কের (আইপিএল ২০২৪-এ ২৪.৭৫ কোটি রুপি, কেকেআর) রেকর্ড ভেঙে দিয়ে তিনি এই নতুন মাইলফলক ছুঁলেন। শুধু আইপিএল নয় গ্রিনের এই মূল্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেকোনো বিদেশি খেলোয়াড়ের জন্য একটি বিশ্ব রেকর্ড।
তবে এই নিলামের আসল জয়ী হলেন অনামী ভারতীয় খেলোয়াড়েরা। চেন্নাই সুপার কিংস ইতিহাস সৃষ্টি করে আনক্যাপড (অভিষেক হয়নি এমন) জুটি প্রশান্ত বীর এবং কার্তিক শর্মাকে ১৪.২০ কোটি রুপি করে দলে নিয়েছে। এটি যেকোনো আনক্যাপড খেলোয়াড়ের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া, জম্মু ও কাশ্মীরের আকিব দার (দিল্লি ক্যাপিটালস, ৮.৪০ কোটি রুপি), মুকুল চৌধুরী (লখনউ সুপার জায়ান্টস, ২.৬০ কোটি রুপি) এবং নমন তিওয়ারি (লখনউ সুপার জায়ান্টস, ১ কোটি রুপি) এই আনক্যাপড খেলোয়াড়রাও কোটিপতিদের তালিকায় নাম লেখালেন। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মাত্র দুটি টি-টোয়েন্টি খেলা মঙ্গলীশ যাদবকে ৫.২০ কোটি রুপিতে কিনে নিয়ে সবচেয়ে বড় চমক দেয়।
অন্যান্য বড় চুক্তির মধ্যে কেকেআর শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে এবং রাজস্থান রয়্যালস রবি বিষ্ণোইকে ৭.২০ কোটি রুপিতে কিনেছে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার ৭ কোটি রুপির বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে বড় চুক্তি নিশ্চিত করেছেন।
নিলামে কিছু বড় তারকা খেলোয়াড়ের অবিক্রীত থেকে যাওয়া ছিল অন্যতম হতাশার খবর। সরফরাজ খান, পৃথ্বী শ এবং লিয়াম লিভিংস্টোনের মতো শীর্ষ নামগুলো কোনো দলের আগ্রহ জাগাতে পারেনি।
দ্রুত রাউন্ড ১ শেষ হওয়ার পর এখন দলগুলোকে দ্বিতীয় রাউন্ডের জন্য ৪ থেকে ৬ জন খেলোয়াড়ের একটি তালিকা জমা দিতে বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি

