আইপিএল: চেন্নাইয়ে ফিরে যাচ্ছেন মুস্তাফিজ

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরীভাবে ঢাকায় ফেরেন মুস্তাফিজুর রহমান। অবশেষে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আইপিএল খেলেতে সন্ধ্যায় ভারতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। 

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ। জানা গেছে, আজ চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here