ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর থেকে কয়েকদিন আগেই নিজেকে সরিয়ে নেন বেন স্টোকস। এবার একই পথ ধরলেন তার স্বদেশি জো রুট। আইপিএলের আগামী আসরে খেলবেন না তিনিও। এমনটাই জানিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা আমাদের জানিয়েছে। খুবই অল্প সময়ে জো ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। দলে যে অভিজ্ঞতা জো নিয়ে এসেছিল, সেটা মিস করব। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।