আইপিএল খেলতে রবিবার ভারত যাচ্ছেন লিটন

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারতের উদ্দেশে আগামীকাল (৯ এপ্রিল) রবিবার দেশ ছাড়ছেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন।

কেকেআরের সঙ্গে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে খেলতে। তার মধ্যে  সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। তার মধ্যে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছেন। তবে পারিবারিক কারণে আইপিএল ২০২৩ সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেকেআরে সুযোগ পাওয়া সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here