লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জন্য বড় স্বপ্নের ক্রিসমাসের উপহার হিসেবে দলে নেওয়া অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস এবার পুরো আইপিএল মৌসুম খেলতে পারবেন না। বিয়ের কারণে এপ্রিলের শুরুতে ইংলিস অংশ নিতে পারবেন না, ফলে দল তাকে শুধু তিন ম্যাচে খেলাতে পারবে।
গত ১৬ ডিসেম্বর মিনি নিলামে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। নিলামের সময় ইংলিস জানিয়েছিলেন, তিনি পুরো মৌসুম খেলতে পারবেন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ের বিষয়টি জানানোয় দলের পরিকল্পনায় তৈরি হয়েছে জটিলতা।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিস বলেন, ‘এ মৌসুমে পুরো সময় আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে। সত্যি বলতে আমি তখন আইপিএলে যেতে চাই না। প্রথমবার যখন আমি অবিক্রিত ছিলাম, তখন ভাবলাম ঠিক আছে, ঘুমাতে যাই এবং পরের দিনের প্রস্তুতি নেই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়েছি। সকালে মেসেজ দেখার আগে কিছুই জানতাম না।’
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া ইংলিসের আচরণকে কিছুটা অপেশাদার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সে আমাদের আগেই জানাতে পারত। ডেডলাইন সম্পর্কে সবাই জানে। ৪৫ মিনিট আগে এসে বলা যায় না- আমি আসতে পারব না। এটাকে আমি পেশাদার আচরণ মনে করি না।’
তবে ইংলিসের প্রতি শুভকামনাও জানিয়েছেন ভাদিয়া। তিনি বলেন, ‘আমি তার জন্য শুভকামনা জানাই। সে ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। অস্ট্রেলিয়ার হয়ে সে ভালো করবে। আইপিএলে সে খেলতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।’

