আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন

0
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিন। আবু ধাবিতে মঙ্গলবার গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের ইতিহাসে নিলাম থেকে সবচেয়ে বেশি মূল্যে বিদেশি খেলোয়াড়কে কেনার রেকর্ড এটি।

আকাশচুম্বি দামে বিক্রি হলেও, বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, গ্রিন পাবেন ১৮ কোটি রুপি। তার নিলাম মূল্যের বাকিটা (৭ কোটি ২০ লাখ রুপি) ভারতীয় বোর্ডকে দিতে হবে কলকাতার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া রেকর্ডটি এতদিন ছিল মিচেল স্টার্কের। ২০২৪ আইপিএলের নিলামে অস্ট্রেলিয়ান তারকা পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। সেবারই অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল নিলামে ২০ কোটি রুপির বেশিতে বিক্রি হওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান গ্রিন।

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার রিশাভ পান্ত। গত আইপিএল নিলামে ভারতীয় কিপার-ব্যাটসম্যানকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছিল লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

মূলত পেস বোলিং অলরাউন্ডার হলেও ম্যানেজারের ভুলে এবারের আইপিএল নিলামে স্রেফ ‘ব্যাটার’ ক্যাটাগরিতে ছিলেন গ্রিন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

গ্রিনকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হবে, এটা অনুমতিই ছিল। শেষ পর্যন্ত টেবিলের খেলায় জিতে ২৬ বছর বয়সী ক্রিকেটারকে দলে যোগ করতে পারল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here