আইপিএলে ২০০ ছক্কার মাইলফলকে রাসেল

0

মুখোমুখি ষষ্ঠ বলে মায়াঙ্ক মারকান্ডেকে ছক্কায় উড়িয়ে শুরু। এরপর আর থামাথামির নাম নেই আন্দ্রে রাসেলের। সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের ওপর ঝড় বইয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী ব্যাটসম্যান। গড়লেন দারুণ কীর্তি।

চলতি আইপিএলের দ্বিতীয় দিন শনিবার (২৩ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে আট নম্বরে নেমে ২৫ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাসেল। তার ইনিংসটি ৭ ছক্কা ও ৩ চারে সাজানো।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের ছক্কা ৩৫৭টি। আর কেউ মারতে পারেননি তিনশ ছক্কাও। দ্বিতীয় সর্বোচ্চ রোহিত শার্মার ২৫৭টি।

এদিন চতুর্দশ ওভারে উইকেটে যাওয়া রাসেল প্রথম পাঁচ বলে করেন ২ রান। এরপর মারকান্ডের ওপর তাণ্ডব চালান তিনি। এই লেগ স্পিনারের ওভারে মারেন তিনটি ছক্কা।

এরপর ভুবনেশ্বর কুমারকে ছক্কার পর হাঁকান চার। এই পেসারের পরের ওভারে মারেন দুইটি ছক্কা, একটি চার। ২০ বলে ফিফটিতে পা রাখেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।

হায়দরাবাদের বিপক্ষে প্রথমবার পঞ্চাশের স্বাদ পেলেন রাসেল। দলটির বিপক্ষে এর আগে তিনবার ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। রাসেল যখন উইকেটে যান, তখন কলকাতার রান ছিল ৬ উইকেটে ১১৯। তার বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ৮৯ রান তোলে কলকাতা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রান করে দলটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here