চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশ থেকে খেলছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না দুজনের কেউই। অবশ্য মুস্তাফিজ চলতি আসরে দুই ম্যাচ খেললেও লিটন খেলেছেন কেবল ১ ম্যাচ। একাদশে সুযোগ না পাওয়ায় লিটনকে কাটাতে হচ্ছে সাইড বেঞ্চে বসেই।
তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন সুযোগ পেলে লিটন নিজেকে মেলে ধরবে। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড় সে জায়গা থেকে…ওর জন্যও চাপের ম্যাচ ছিল। যত বড় খেলোয়াড়ই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। চাপের ব্যাপার তো ছিলই। আশা করেছিলাম আবার সুযোগ পাবে। আমরা জানি সুযোগ পেলে সে নিজেকে মেলে ধরতে পারবে, সে ওই মানের খেলোয়াড়ই।’