ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক তিনি। সীমিত ওভারের ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি তার। সেই জস বাটলার চলতি আইপিএলে এমন একটি রেকর্ড করে ফেললেন, যার জন্য তার নিজেরই লজ্জা হবে।
আইপিএলে একটি মৌসুমে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন বাটলার। চলতি আইপিএলে পাঁচবার শূন্য রানে আউট হন তিনি। শুক্রবার (১৯ মে) ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোনও রান না করেই কাগিসো রাবাডার বলে আউট হন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান বাটলার। সেই সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন লজ্জার রেকর্ড।
২০০৯ সালে ডেকান চার্জার্সের হার্শেল গিবস চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। ২০১১ সালে পুণে ওয়ারিয়র্সের মিঠুন মানহাস চারবার শূন্য রানে আউট হন। ২০১২ সালে পুণে ওয়ারিয়র্সের মণীশ পাণ্ডেও চারবার শূন্য রানে আউট হন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন শিখর ধাওয়ান চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের ইওন মর্গ্যানও চারবার শূন্য রানে ফিরেছিলেন। সেই বছরই পাঞ্জাব কিংসের নিকোলাস পুরানও চারবার শূন্য রানে আউট হয়েছিলেন।
লজ্জার রেকর্ডে সবাইকে টপকে গেলেন বাটলার। এবার আইপিএলে ১৪ ম্যাচে বাটলার করেছেন ৩৯২ রান। যার মধ্যে আছে চারটি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৫।