আইপিএলে ভারতীয় বোলারদের খুব সাবধানে ব্যবহারের নির্দেশ!

0

আইপিএলে খেললেও বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। কারণ, আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ফিজিওদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিও সোহম দেশাই। সেখানে তারা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাদের সাবধানে ব্যবহার করতে হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বোলারদের খুব সাবধানে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। নেটে তারা অতিরিক্ত বোলিং করবেন না। ফিল্ডিং অনুশীলন অবশ্য তারা করবেন। মে মাসের শেষ সপ্তাহ থেকে নেটে বোলিংয়ের সময় বাড়াবেন এই বোলরারা। বিসিসিআই সব সময় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোনও বোলার যদি বলেন যে তার কোনও সমস্যা হচ্ছে, তা হলে সঙ্গে সঙ্গে বোর্ডকে সে কথা জানাতে হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here