রবিবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস দাপুটে জয় তুলে নেয়। এরপরই দুর্দান্ত নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। এই রেকর্ড বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।
যদিও এই ম্যাচে হায়দারাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি ধোনি। মাত্র ২টি বল খেলার সুযোগ পান তিনি। ১টি বাউন্ডারি-সহ ৫ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন মাহি। পরে উইকেটকিপিং করতে নেমে ১টি ক্যাচ ধরা ছাড়া দলের পারফর্ম্যান্সে উল্লেখযোগ্য কোনও অবদান ছিল না তার। তবে এই ম্যাচেই এমন এক রেকর্ড গড়েন ধোনি, যা ক্রিকেট বিশ্বের আর কারও নেই।
ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি আইপিএল ম্যাচ জয়ের নিরিখে ধোনির পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা। ২০০৮ থেকে এখনও পর্যন্ত মোট ২৩৫টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন জাদেজা। এর মধ্যে তার দল জিতেছে ১৩৩টি ম্যাচে।
উল্লেখ্য, রবিবার সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে জাদেজার ব্যাট করতে নামার সুযোগ হয়নি। তবে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন তিনি।