আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন তিনি।
রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। প্রথম ওভারেই কলকাতার অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারেন। প্রথম ৬ বলে করেন ২৬ রান।
এর আগে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার নজির ছিল রাহুল এবং কামিন্সের। তারা ১৪ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন। তাদের থেকে এক বল কম খেলেই ইডেনে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন যশস্বী।