আইপিএলে দল না পেয়ে পিএসএলে নাম লেখালেন ওয়ার্নার

0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন। আইপিএলে খেলতে নিলামে নাম ওঠালেও তাকে দলে অন্তর্ভুক্ত করার কোনো আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। আইপিএলে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগ তাদের প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘রোমাঞ্চকর এক বছর শেষে অজি পাওয়ার হাউজ ডেভিড ওয়ার্নার পিএসএল ড্রাফটে নিবন্ধন করেছেন।’ 

এ বছরের ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের পরবর্তী মৌসুম, যা চলবে ১৯ মে পর্যন্ত। আসন্ন মৌসুমের ড্রাফট ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here