আইপিএলে দল কেনার প্রশ্নে যা বললেন সালমান

0
আইপিএলে দল কেনার প্রশ্নে যা বললেন সালমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ভারতের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। মাঠের লড়াই ছাপিয়ে এর উন্মাদনার রেষ ছাড়ায় গোটা ভারতে। সিনেমা ইন্ড্রাস্টি বলিউডের সঙ্গে আইপিএলের বেশ যোগসূত্র রয়েছে। বলিউডের শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতোমধ্যে আইপিএলে দল কিনেছেন। এই তারকাদের দেখানো পথে হেঁটে বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও কি কখনো আইপিএল দলের মালিক হবেন? এমন প্রশ্ন উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নই করা হয় সালমানকে। জবাবে মজার ছলে সালমান বলেন, আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।

তিনি বলেন, আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি।

অদূর ভবিষ্যতে যে আইপিএলে দল কেনার কোনো পরিকল্পনা নেই, সেটিও স্পষ্ট জানিয়ে দিলেন ভাইজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here