আইপিএলে ডি ভিলিয়ার্সের অনন্য কীর্তিতে ভাগ বসালেন সাই সুদর্শন

0

আইপিএলে এক মাঠে টানা পাঁচটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল এবি ডি ভিলিয়ার্সের। গতকাল অবশ্য তাতে ভাগ বসিয়েছেন ভারতের সাই সুদর্শন।

দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার আহমেদাবাদের নিজের ঘরের মাঠে তুলে নিয়েছেন টানা ৫ম পঞ্চাশোর্ধ। তাতেই আইপিএলের ইতিহাসে ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন এই ভারতীয়।

বেঙ্গালুরুর হয়ে ২০১৮ এবং ২০১৯ আসর মিলিয়ে ঘরের মাঠ চিন্নাস্বামীতে টানা ৫ ফিফটি হাঁকিয়েছিলেন ডি ভিলিয়ার্স। ৯০*, ৬৮৯, ৬৯, ৭০* এবং ৬৩ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটার।

সাই সুদর্শন একটা বিবেচনায় অবশ্য খানিক এগিয়ে থাকবেন। ডি ভিলিয়ার্স কোনো সেঞ্চুরি না পেলেও আহমেদাবাদে সুদর্শনের আছে একটা সেঞ্চুরিও। খেলেছেন ৮৪*, ১০৩, ৭৪, ৬৩ এবং ৮২ রানের ইনিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here