আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা তো ভালো: পাপন

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক পুরো মৌসুমে খেলতে পারবেন না বলে নিজ থেকে নাম প্রত্যাহার করেছেন বলে গণমাধ্যমে এসেছিল। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, পারিবারিক কারণে আইপিএল থেকে সরে এসেছেন। এদিকে বিসিবি সভাপতি বলছেন আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলাই তো ভালো।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে সাকিবের আইপিএল ইস্যু নিয়ে বলেন, ‘টেস্টের অধিনায়ক, সহ-অধিনায়ক দু’জনকেই ছেড়ে দেবেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এরপর আমি একটা কথা বলেছিলাম আপনাদের- এর আগে জিজ্ঞেস করেছিলেন, খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকার চেয়ে কি দেশের জন্য খেলাটা ভালো না?’

পাপন বলেন, আইপিএল কর্তৃপক্ষকে আগেই জানানো ছিল কে কখন খেলতে পারবে, ‘আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে। এখানে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। আমরা ওদের নির্দিষ্ট করে প্রত্যেকের পাশে ডেট দিয়ে বলে দিয়েছি কে কখন এভেইলেবল। এতে করে উদাহরণস্বরূপ সাকিব-লিটন এরা দু’জন এখানে দুইটা ম্যাচ ওখানে তিনটা ম্যাচ; পাঁচটা ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদেরকে নিয়েছে। পাঁচটা ম্যাচের জন্য তাদেরকে নেয় নাই। পাঁচটাসহ নিলে ওদের দাম তো আরও বাড়তেও পারতো। এখনও তাই আছে আমাদের।’

এমনকি আইপিএলের পক্ষ থেকেও সময় বাড়ানোর কোনো আবেদন করা হয়নি জানিয়ে পাপন বলেন, ‘এমন কোনো ব্যাপার হয়নি কখনো আইপিএলে যেটা বলেছি সেটা করিনি বা খেলোয়াড়দের যেটা বলেছি করিনি। আইপিএলও কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি সময়টা কি বদলানো যায় কি না। আলাপই তো হয়নি। কোথাও কোনো ফাঁক নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here