আইপিএলে খেলার দুয়ার খুললো প্রোটিয়া অলরাউন্ডারের

0

মেগা নিলামে দল না পেলেও আসছে আইপিএলে খেলার দুয়ার খুলে গেছে কর্বিন বশের। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলে টেনেছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

স্বদেশী লিজাড উইলিয়ামসের চোট আইপিএলে খেলার পথ করে দিয়েছে ৩০ বছর বয়সী বশকে। হাঁটুর সমস্যায় ভুগছেন প্রোটিয়া পেসার উইলিয়ামস। তাকে গত নভেম্বরে হওয়া মেগা নিলাম থেকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। ৩১ বছর বয়সী উইলিয়ামসের বদলি হিসেবে বশকে দলে নেওয়ার কথা জানিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।

তবে এবারই প্রথম আইপিএলে অংশ নিচ্ছেন না বশ। এর আগে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন তিনি। পরে তাকে ন্যাথান কোল্টার-নাইলের বদলি হিসেবে দলে যোগ করে রাজস্থান। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেন বশ। অভিজাত সংস্করণে অভিষেকেই ব্যাটে-বলে আলো ছড়ান তিনি। ২ উইকেটে জেতা ম্যাচে অপরাজিত ৮১ রানের ইনিংস উপহার দেন তিনি। বল হাতে ইনিংসে ৪টিসহ ম্যাচে নেন মোট ৫টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টির সবশেষ আসরে এমআই কেপ টাউনের শিরোপা জয়ে বড় অবদান রাখেন বশ। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ফাইনালে ২৪ রানে ৪ উইকেট নেন তিনি। আসরে ৮ ম্যাচ খেলে ১১ শিকার ধরেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলা বশ ২ ফিফটিতে করেছেন ৬৬৩ রান। এই সংস্করণে তার উইকেট আছে ৫৯টি, ওভারপ্রতি রান দিয়েছেন সাড়ে আটের কাছাকাছি। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের এবারের আসর শুরু করবে মুম্বাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here