আইপিএলে খেলতে চান আমির

0

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেছেন, ‘পরের বছর থেকে আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।’

পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি নেই। তবে আমির তার স্ত্রী নারজিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন, কারণ তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক।

বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন।

অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, যদি তিনি আইপিএল খেলেন তাহলে পাকিস্তানে এর প্রতিক্রিয়া কীভাবে সামলাবেন। জবাবে আমির বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির কোচও ছিলেন। মূলত ওয়াসিম আকরাম এবং রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিলেন আমির।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে দেখা গেছে আকরামকে। অপরদিকে ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে ছিলেন রমিজ রাজা।

এদিকে, আইপিএলে যদি খেলার সুযোগ আসে তাহলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান আমির। তিনি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ব্যাট উপহার দেওয়ার কথাও স্মরণ করে বলেন, ‘বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here