আইপিএলে ইতিহাস গড়লেন নারিন, যে কীর্তি আর কারও নেই

0

আইপিএলে নতুন এক ইতিহাস গড়লেন উইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন। তিনি ছাড়া আর কেউ ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৭ বছরের ইতিহাসে এই কীর্তি গড়তে পারেননি।

২০২৪ আসরে নারিন ব্যাট হাতে ৪৮৮ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার- এমভিপি)। এ নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। যে কীর্তি তিনি ছাড়া আর কারও নেই।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here