আইপিএলে ইতিহাস গড়লেন কোহলি

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে বাউন্ডারির দিক দিয়ে আগেই শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এবার নতুন এক মাইলফলকে পৌঁছে গড়লেন অনন্য রেকর্ড।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার বাউন্ডারি হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ২৫৭ ম্যাচে তার সংগ্রহ ৭২১ চার ও ২৭৯ ছক্কা।

চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিপক্ষে ১৪ বল মোকাবেলায় ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ম্যাচ শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র দুটি বাউন্ডারি। অক্ষর প্যাটেলের করা চতুর্থ ওভারে একটি ছক্কা হাঁকিয়েই পূর্ণতা পেয়ে যান তিনি।

আইপিএলের বাউন্ডারি তালিকায় কোহলির পেছনে রয়েছেন শিখর ধাওয়ান (৯২০), ডেভিড ওয়ার্নার (৮৯৯) ও রোহিত শর্মা (৮৮৫)।

এদিকে, চার মারার তালিকায় এখনো শীর্ষে আছেন শিখর ধাওয়ান (৭৬৮), তবে ৭২১ চারে তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন কোহলি। ধাওয়ান ইতোমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে রেকর্ডটি নিজের করে নেওয়ার দারুণ সুযোগ।

ছক্কার রাজা এখনও ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। আইপিএলে তার ছক্কার সংখ্যা ৩৫৭টি। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার ছক্কা ২৮২টি, আর কোহলির ঝুলিতে রয়েছে ২৭৯টি ছক্কা। খুব শিগগিরই রোহিতকেও ছাপিয়ে দ্বিতীয় স্থান দখলের সম্ভাবনা রয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here