আইপিএলে আবারও দেখা যাবে মুস্তাফিজুর রহমান ও মাহেশ পাথিরানা জুটি। নিলামে অভিজ্ঞ দুই পেসারকে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
মঙ্গলবার দুবাইয়ে নিলামে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল বিটে কেকেআর তাকে ৯ কোট ২০ লাখ রুপিতে দলে ভেড়ান। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এর আগে, লঙ্কান পেসার পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনে নেয় কলকাতা।
২০২৪ মৌসুমে চেন্নাইয়ের হয়ে জুটি বাঁধেন মুস্তাফিজ-পাথিরানা। সেসময় তাদের জুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল। বেশ সখ্যতাও ছিল তাদের মাঝে। সেবার ৯ ম্যাচে ১৪ উইকেট নেন মুস্তাফিজ, পাথিরানার পকেটে ছিল ৬ ম্যাচে ১৩ উইকেট।
আইপিএল ক্যারিয়ারে এর আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আট মৌসুমে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট।
পাথিরানা চেন্নাইয়ের হয়ে এর আগে তিন মৌসুম খেলেছেন। ৩২ ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। গত মৌসুমে ১২ ম্যাচে ১৩ উইকেট নেন।

