অবশেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে লিটন দাসের। তবে অভিষেক ম্যাচ রাঙাতে পারলেন না তিনি। চার রানেই বিদায় নিতে হয় বাংলাদেশের এই ব্যাটারকে।
আইপিএল খেলতে লিটন গত ৯ এপ্রিল ভারত যান। এরপর কলকাতা তিনটি ম্যাচ খেলেছে লিটনকে ছাড়াই। আজ অপেক্ষার অবসান হয়। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের জায়গায় একাদশে সুযোগ হয় লিটনের।
দ্বিতীয় ওভারে শেষ বলে ফের স্ট্রাইক পান লিটন। কিন্তু এবার নিজের উইকেটই উপহার দিয়ে আসেন তিনি। মুকেশ কমারের করা শর্ট ডেলিভারিটি অনেকটা বাইরেই ছিল লিটনের। চাইলে ছেড়ে দিতে পারতেন। কিন্তু পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন এই ওপেনার।
ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্কয়ার লেগে থাকা ললিত যাদবের হাতে। তাই ৪ বলে ৪ রান করেই ফিরতে লিটনকে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করেছে কলকাতা।
এদিকে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। তাক বাদ দিয়ে ফিল সল্টকে দলে নেয় দিল্লি।