চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার ওই সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়।
এবারের আইপিএলের প্রথম কোয়ালিফার অনুষ্ঠিত হবে ২৩ মে চেন্নাইয়ে। এলিমিনেটর মাঠে গড়াবে পরদিনই। ২৪ মে’র ওই ম্যাচও অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।
এরপর ২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল ওই ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বাধিক দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
সেখান থেকে জয় পাওয়া দল ও প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলতে নামবে। ম্যাচটি ২৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
গেল আসরেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
গেল মাসের ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের ষোড়শ আসর। ২১ মে শেষ লিগ পর্বের খেলা। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব।