আইপিএলের পয়েন্ট টেবিলে বৃষ্টির হানা, প্লে-অফের দৌড়ে যারা

0

আরেকটি রোমাঞ্চকর লড়াই হতে পারত দুই বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার দলের মধ্যে। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। আগে ব্যাট করতে নেমে প্রীতির পাঞ্জাব কিংস ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছিল। লক্ষ্য তাড়ায় কলকাতা নাইট রাইডার্স ১ ওভারে ৭ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। বেরসিক এই বিরূপ আবহাওয়া ম্যাচটি আর মাঠে গড়াতে দেয়নি। যার প্রভাব পড়েছে আইপিএলের পয়েন্ট টেবিলে।

চলতি মৌসুমে শুরু থেকেই বেশ ভালো অবস্থানে ছিল পাঞ্জাব। শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দলটি প্লে-অফের দৌড়েও শীর্ষসারিতে ছিল। তবে আগের ম্যাচে হারের পর গতকাল কলকাতা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা এখন চারে অবস্থান করছে। ৯ ম্যাচে ৫ হার ও ৩ জয় নিয়ে তাদের পয়েন্ট ১১। কলকাতার বিপক্ষে জিততে পারলে নিজেদের বর্তমান অবস্থানও বদলাতে পারত পাঞ্জাব। আবার শাহরুখের বেগুনি শিবির জিতলে নিজেদের ব্যাকফুটে অবস্থা বদলানোর সুযোগ ছিল। 

কলকাতা এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে। বাকি ৫টিতে হার ও কাল পয়েন্ট ভাগাভাগির পর তাদের নামের পাশে এখন ৭ পয়েন্ট। অবশ্য হারের চেয়ে এক পয়েন্টও প্রাপ্তিও খারাপ নয় অজিঙ্কা রাহানের দলের জন্য। কলকাতার বর্তমান অবস্থান সাতে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে সানরাইজার্স হায়দরাবাদ এবং সমান ৪ পয়েন্ট করে যথাক্রমে টেবিলের তলানিতে রয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

টেবিলের শীর্ষে থাকা তিন দলেরই পয়েন্ট সমান ১২ করে। যদিও নম্বর ওয়ান গুজরাট টাইটান্স এবং দুইয়ে থাকা দিল্লি ক্যাপিটালস এক ম্যাচ (৮) কম খেলেছে। রানরেটের হিসাবেই নির্ধারিত হয়েছে এই দুই দলের অবস্থান। ৯ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চারে পাঞ্জাব এবং যথাক্রমে পাঁচ-ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। মুম্বাই-লখনৌ ৯ ম্যাচে সমান ৫টি করে জয়ে ১০ পয়েন্ট পেয়েছে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে আইপিএলের প্লে-অফে।

এদিকে কলকাতার বিপক্ষে এক পয়েন্ট হারানো পাঞ্জাব গতকাল শুরুটা দারুণ পেয়েছিল। ওপেনিং জুটিতে ভারতীয় দুই তরুণ প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং ১২০ রান তোলেন। দুজনেই দারুণ ফর্মে আছেন আসরজুড়ে। পাঞ্জাবের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রানের পথে ৪৯ বলে ৬টি করে চার-ছক্কা হাঁকান প্রভসিমরান। প্রিয়াংশ ৩৫ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন। এ ছাড়া অধিনায়ক আইয়ার ১৬ বলে ২৫ এবং জশ ইংলিশ ৬ বলে ১১ রান করলে দলীয় সংগ্রহ দুইশ ছাড়ায় পাঞ্জাবের। এই ম্যাচেও যথারীতি ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (৮ বলে ৭)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here