গত আইপিএলের নিলামে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার নিলামের আগেই এই দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা।
আসন্ন আইপিএল আসরে এই দু’জন নিলামের জন্য নিবন্ধনও করেননি। তবে নাম পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ সহ ছয় বাংলাদেশি ক্রিকেটার।
ফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, হ্যারি ব্রুক, মুজিব উর রহমান, বন ডাকেট, আদিল রশিদ, ক্রিস ওকস, রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেনদের।