গত বিশ্বকাপে ভারতের মাটিতে প্যাট ক্যামিন্সের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এরপরই নিলাম থেকে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য দিয়ে অজি পেসারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি মাসেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। তাই গুঞ্জন উঠেছে এবার হায়দ্রাবাদের অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের কাঁধে।
জানা গেছে, সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই বিবেচনা করেই হয়তো অজি অধিনায়কের হাতেই তুলে দেওয়া হতে পারে দলটির আর্মব্যান্ড।
ইতোমধ্যে তার বিকল্পও নিয়োগ করেছে হায়দরাবাদ। নিউজিল্যান্ডের সাবেক পেসার জেমস ফ্র্যাঙ্কলিনকে তারা নতুন করে এই আসরের জন্য বোলিং কোচের দায়িত্ব দিয়েছে।