মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ডাকাতিতে ব্যবহৃত র্যাবের পোশাক (কটি), ওয়াকিটকির চার্জার ও লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে প্রথমে মেহেদীকে গ্রেফতার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে দুটি র্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার ও নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তারপর মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কদমতলী এলাকা থেকে তার সহযোগী রাসেলকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

