আইএল টি–টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

0
আইএল টি–টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

আইএল টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৩ রানের বড় জয়ের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এতে টুর্নামেন্টে ৬ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১। 

টুর্নামেন্টে মোস্তাফিজের সমান উইকেট খুজাইমা তানভিরের। শীর্ষে আছেন সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে দুইজনই একটি করে ম্যাচ বেশি খেলেছেন।

৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয় মোস্তাফিজের। সেই ম্যাচে ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ২২ রান খরচায় নেন আরও ২টি উইকেট। তৃতীয় ও চতুর্থ ম্যাচে পান একটি করে। পঞ্চম ম্যাচে নিজেকে ছাড়িয়ে যান। এমআই এমিরেটসের বিপক্ষে নেন ৩টি উইকেট। আজ আবারও প্রথম দুই ম্যাচের স্মৃতি ফিরিয়েছেন।

আজ মোস্তাফিজের প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ। তিনিও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মোট ৩.৩ ওভারে ৩ উইকেট নেন তাসকিন। রান খরচ করেছেন ৪০। দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here