আইএলটি২০ আসরে সাকিব-মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিং

0
আইএলটি২০ আসরে সাকিব-মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিং

আইএলটি২০ এর আজকের ম্যাচে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ।  সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচজুড়ে ছিল বাংলাদেশের আধিপত্য। 

প্রথম ওভারেই ফখর জামানকে ফেরালেন সাকিব আল হাসান।  পরের ওভারে তার শিকার স্যাম কারান। বাকি দুই ওভারেও চমৎকার বোলিং করলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। সব মিলিয়ে তার সেরা ছন্দের দেখাই মিলল আইএল টি-টোয়েন্টির ম্যাচে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন সাকিব। ইনিংসে তিনিই দলের সেরা বোলার। সাকিবের ঘূর্ণি জাদুর দিনে ভাইপার্সকে মাত্র ১২৪ রানে আটকে দিয়েছে এমআই এমিরেটস।

এদিকে, শারজায় রবিবার নিজের কাটার জাদুতে ম্যাচ ঘুরিয়ে দিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি এই পেসার। তাঁর বোলিং নৈপুণ্যে গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।  হয়েছেন ম্যাচ সেরা। 

অন্যদিকে বিগ ব্যাশে গত ম্যাচে দুই উইকেট পান রিশাদ। তবে সেই ম্যাচে জয় পায়নি তার দল হোবার্ট হারিকেনস।  রবিবার এই লেগ-স্পিনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ে ফিরেছে হোবার্ট। মেলবোর্ন রেনেগাডসকে ৭ উইকেটে হারিয়েছে রিশাদের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here