‘আংশিক দাবি পূরণ হওয়ায় এমপিওভূক্ত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি’

0
‘আংশিক দাবি পূরণ হওয়ায় এমপিওভূক্ত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি’

এমপিওভূক্ত শিক্ষকদের লাগাতার ১০ দিনের অবস্থান কর্মসূচি ও আন্দোলনের মুখে অর্থ মন্ত্রণালয় দুই ধাপে ১৫% বাড়িভাড়া প্রদানের সিদ্ধান্ত জানালেও এতে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। 

সোমবার (২১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব বলেন, এবারের শিক্ষক আন্দোলন অতীতের তুলনায় আরও স্বতঃস্ফূর্ত ছিল। আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে সরকারের দরকষাকষিতে নিপীড়িত শিক্ষকদের প্রত্যাশা পূরণ হয়নি। এতে আংশিক দাবি পূরণ হয়েছে, যা অতি ক্ষুদ্র। এতে করে আগামী পে স্কেলে বৈষম্য আরও জোরদার হলো। সরকারি চাকরীজীবীদের মধ্যে যারা মফস্বলে থাকেন তারা বাড়িভাড়া পান ৪৫%। গত ১৩ আগস্ট রাজধানীর প্রেস ক্লাবে শিক্ষকদের মহাসমাবেশ থেকে দাবি ছিলো সরকারি নিয়মে বাড়িভাড়া -চিকিৎসাভাতা, শ্রান্তিভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব বোনাস। 

শিক্ষা উপদেষ্টার সাথে সে দিন দ্বিপাক্ষিক আলোচনায় শিক্ষক নেতারা প্রস্তাব করেন অম্তত ২০% বাড়িভাড়া দিলে শিক্ষকদের শান্ত করানো যাবে। সরকারের পক্ষে পদক্ষেপ নেয়ার পূর্বেই এমন প্রস্তাব ছিলো দাবি আদায়ের ক্ষেত্রে পিছু হটে যাওয়ার নামান্তর। প্রতিবার শিক্ষকরা রাজপথে এসে প্রত্যাশাবিহীন চলে যাওয়া কষ্টেরই নয়,সংক্ষুব্ধ বটে। 

সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব বোনাসের প্রজ্ঞাপন নতুন করে জারি করতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here