অ্যাশেজ সিরিজ: মঈন আলীকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

0

টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অস্ট্রেলিয়া দলের লক্ষ্য এখন অ্যাশেজ সিরিজ। ভারতকে ২০৯ রানে হারানোর পর অ্যাশেজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে প্যাট কামিন্সের দলের। তবে ভারতের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে যে তা মোটেও সহজ হবে না সেটা ভালোভাবেই জানে অজিরা। তাই অ্যাশেজ মিশন সামনে রেখে দলের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করছে দলটি। 

আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে সোমবার (১২ জুন) কথা বলেছেন অস্ট্রেলিয়া কোচ অ্যানড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, ভারত ও ইংল্যান্ডের খেলার ধরণ ভিন্ন। তবে বোলিং এপ্রোচে পরিবর্তন না এনে ফিল্ডিংয়ে ইংলিশদের ধরাশায়ী করতে চান তিনি।  

তিনি বলেন, ‘মঈন আলী অনেকদিন লাল বল থেকে দূরে আছেন। আশা করি, দ্রুত দলের জন্য প্রস্তুত হবেন। জ্যাক লিচের আক্রমণাত্মক বোলিং আর উইকেট নেয়ার ক্ষমতা সত্যি প্রশংসার দাবি রাখে। তবে এ অবস্থানে মঈন আলী অনেকটাই ভিন্ন। সে দলের লোয়ার অর্ডার শক্তিশালী করবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here