অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মর্যাদার অ্যাশেজ সিরিজের আজ দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে, পার্থে প্রথম টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন শরফুদ্দৌলা। দুই দিনে শেষ হওয়া প্রথম টেস্টে জেমি স্মিথের আউটের সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন শরফুদ্দৌলা।
অন-ফিল্ড আম্পায়ার আউট দিলে অস্ট্রেলিয়ার রিভিউ চাইলে দায়িত্ব যায় তার কাঁধে। অন্তত পাঁচ মিনিট যাচাই করে ইংল্যান্ড ব্যাটারকে আউট দেন তিনি। এ সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেননি উপস্থিত দর্শক এবং সাবেক অনেক ক্রিকেট বিশ্লেষক।
২০২৪ সালে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন শরফুদ্দৌলা। ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুই সংস্করণের বিশ্বকাপেই মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতেও। তবে শরফুদ্দৌলা আন্তর্জাতিক ক্রিকেটে সবার নজরে আসেন অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।

