অ্যাশেজের আগে হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার শঙ্কা

0
অ্যাশেজের আগে হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার শঙ্কা

অ্যাশেজ সিরিজের ঠিক আগে বড় দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া দল। শেফিল্ড শিল্ডের ম্যাচে চোট পেয়েছেন জাতীয় দলের দুই পেসার জশ হ্যাজলউড ও শন অ্যাবট।

সিডনিতে ভিক্টোরিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় বুধবার (১২ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের পর আর মাঠে নামেননি এই দুই পেসার। তাদের চোটের প্রকৃতি এখনও স্পষ্ট না হলেও দুজনকেই স্ক্যান করানো হয়েছে বলে জানা গেছে।

অ্যাশেজের প্রথম টেস্টে শন অ্যাবটের খেলার সম্ভাবনা আগেই ক্ষীণ ছিল, তাই তার চোট নিয়ে চিন্তা কম। কিন্তু হেইজেলউডের চোট অস্ট্রেলিয়ার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্যাট কামিন্স না থাকায় আসন্ন অ্যাশেজে বোলিং আক্রমণের অন্যতম ভরসা তিনি।

প্রথম ইনিংসে হেইজেলউড বোলিং করেন ১৮ ওভার, অ্যাবট ১৯ ওভার। দ্বিতীয় ইনিংসে দুজনই ৯ ওভার করে বল করার পর আর মাঠে নামেননি। হেইজেলউড নেন ১ উইকেট, অ্যাবট ৪টি।

নিউ সাউথ ওয়েলসের পেস আক্রমণেই রয়েছেন অস্ট্রেলিয়ার মূল বোলাররা— হ্যাজলউড, অ্যাবট, মিচেল স্টার্ক ও ন্যাথান লায়ন।

দলের সঙ্গে থাকা প্যাট কামিন্স জানিয়েছেন, হ্যাজলউডকে এখনো ফুরফুরে মেজাজে দেখা গেছে। তবে মাত্র কয়েকদিন পর, ২১ নভেম্বর শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজ। তাই তার চোট নিয়ে আশঙ্কা কাটছে না অস্ট্রেলিয়া শিবিরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here