অ্যাশেজের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন আর্চার

0

কনুইয়ের পুরনো চোট মাথাচাড়া দেওয়ায় ফের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জোফ্রা আর্চার। আসছে অ্যাশেজ সিরিজ তো বটেই, পুরো ইংলিশ গ্রীষ্মেই আর মাঠে নামতে পারবেন না এই ফাস্ট বোলার।

অ্যাশেজের আগে আগামী ১ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য মঙ্গলবার (১৬ মে) ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি আর্চারকে। সেখানেই তার ছিটকে পড়ার কথা জানায় ইসিবি। অনেক দিন ধরেই কনুইয়ের চোট ও পিঠের সমস্যায় ভুগছেন আর্চার। সেরে উঠে মাঝে জাতীয় দলেও ফিরেছিলেন তিনি। তবে সেটা সীমিত ওভারের ক্রিকেটে। আর্চার সবশেষ টেস্ট খেলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে আর্চারকে পাবে না ইংল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে এই পেসারকে পাওয়ার আশায় দলটি।

আর্চারের মানসিক অবস্থা বুঝতে পারছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। তিনি জানান, জোফ্রা আর্চারের জন্য সময়টা হতাশাজনক এবং বিরক্তিকর। লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখা কনুইয়ের চোট মাথাচাড়া দেওয়া না পর্যন্ত সে ভালো উন্নতি করছিল। তার সেরে ওঠা কামনা করছি। আমি নিশ্চিত, যে সংস্করণেই হোক জফ্রা তার সেরা অবস্থায় ফিরবে এবং ইংল্যান্ডকে ম্যাচ জেতাবে। আশা করি, সেটা খুব শিগগিরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here