অস্ট্রেলিয়া টেস্ট দলে ডেভিড ওয়ার্নারের জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সব ঠিক থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি খেলবেন এটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু আসন্ন অ্যাশেজে তার দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে অ্যাশেজে ওয়ার্নারকে অন্তত দুই টেস্টে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজন মার্ক টেইলর।
ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পরে অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হবে এই সপ্তাহেই। সেখানে সবচেয়ে বেশি কৌতূহল টপ অর্ডার নিয়েই। আলোচনা কেন্দ্রে এখানে ওয়ার্নার।
‘উসমান খাওয়াজা ও ওয়ার্নারকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করিয়ে এক সপ্তাহ পরই এজবাস্টনে (অ্যাশেজে) প্রথম টেস্টে ওপেনিং জুটিতে পরিবর্তন আনা খুব কঠিন হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে উদ্বোধনী জুটিকে তারা সেরা মনে করবে, (ইংলিশ) গ্রীষ্মের প্রথম তিন টেস্টে তাদেরকেই রাখা উচিত।’-আরও যোগ করেন তিনি।