ভারতে আরও ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ইনকরপোরেশন।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি। ভারতে ই-কমার্স জায়ান্টটির মোট বিনিয়োগের পরিমাণ ২০৩০ সালের মধ্যে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলেও জানান তিনি।