মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-তে তাকে আবার দেখা যাবে।
সিনেমার প্রথম টিজারে দেখা গেছে, স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) একটি শান্ত বাড়িতে মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে পরিচিত অ্যাভেঞ্জার্স থিম। স্টিভ তার পুরনো স্যুট টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। টিজারটি শেষ হয় লেখা দিয়ে ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখা গিয়েছিল। তখন তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানে সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢাল স্যাম উইলসনের হাতে তুলে দেন।
এখন দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে টিজারে দেখা স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটি কে এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
সিনেমার মুক্তি ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ধার্য। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন। তবে তিনি এবার আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।

