অ্যাপসের মাধ্যমে মহাসড়কে পুলিশি সেবা

0

মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে পরিবহন যাত্রীরা মহাসড়কে পুলিশ সেবা পাবেন। 
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় পাংশা হাইওয়ে থানার চত্ত্বরে কমিউনিটি পুলিশিং সভায় এসব তথ্য জানান হাইওয়ে পুলিশের সদস্যরা। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এস.এম আসাদউজ্জামানের সভাপতিত্বে কমিউিনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলার মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু। পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, কালুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুল হক, পাংশা হাইওয়ে থানা কমিউিনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি আবু সাঈদ, এস আই মো. হাসানসহ বিভিন্ন গাড়ীর চালক ও তাদের সহযোগীরা উপস্থিত ছিলেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এস.এম আসাদউজ্জামান বলেন, পুলিশের এই সেবা পেতে মোবাইলের প্লে-স্টোরে গিয়ে হ্যালো এইচপি অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমাদের হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন স্যারের দিক নির্দেশনায়, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খানের সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে।
কোন যাত্রী মোবাইল অ্যাপসের মাধ্যমে লিখে এখন থেকে মহাসড়কে যাত্রী সেবা পাবেন। দূরপাল্লার পরিবহনের চালকরা যাত্রীদের মাঝে অ্যাপসের ব্যাবহার ও যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here