‘অ্যানিম্যাল’র সিক্যুয়েলে শহিদ কাপুর?

0

বলিউড তারকা অভিনেতা শহিদ কাপুর ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন। শুধু তাই-ই নয়, আগামী দিনেও একাধিক পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাতে দেখা যাবে তাকে। সেই সিনেমার তালিকায় কি রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা?

বঙ্গার প্রথম হিন্দি সিনেমার নায়ক ছিলেন শহিদ। তেলুগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণ ‘কবীর সিং’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি। 

তিনি বলেন, দর্শকের এই উৎসাহ দেখে শিল্পী হিসেবে আমাদের খুব ভালো লাগে। তবে এই সিদ্ধান্তটা আমার হাতে নেই। আর সত্যি বলতে, দুটো সিনেমার ব্রহ্মাণ্ড একেবারেই আলাদা। যদি দুই ব্রহ্মাণ্ডের ক্রসওভার নিয়ে ভাবনাচিন্তা করাও হয়, সেটা কি বাস্তবে আদৌ সম্ভব? কে চিত্রনাট্য লিখবেন? কী ভাবে, কোন টাইমলাইনে গল্প এগোবে? অনেক কিছু নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। 

তবে ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিং’-এর ক্রসওভারের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শহিদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here