ঢাকার প্রেক্ষাগৃহে আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পেয়েছে দুই ভিন্ন ঘরানার হলিউড সিনেমা অ্যানাকোন্ডা, দ্য স্পঞ্জবব মুভি সার্চ ফর স্কয়ারপ্যান্টস। একটি হরর কমেডি অন্যটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার। দুই প্রজন্মের দর্শককে টানতেই একই দিনে বড় পর্দায় এসেছে এই দুটি সিনেমা।
অ্যানাকোন্ডা নামটি শুনলেই দর্শকের মনে ভয় আর উত্তেজনার অনুভূতি কাজ করে। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় এই সিরিজের নতুন সিনেমায় দেখা যাবে ভিন্নধর্মী গল্প। ছবিতে জীবনের মাঝপথে এসে সংকটে পড়া একদল মানুষ পুরোনো অ্যানাকোন্ডা সিনেমা রিবুট করার সিদ্ধান্ত নেয়। শুটিংয়ের জন্য তারা একটি আসল অ্যানাকোন্ডা নিয়ে আসে। তবে দুর্ঘটনাবশত সেটি মারা গেলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।
শুটিংয়ের সূত্র ধরেই তারা ঢুকে পড়ে এক গভীর জঙ্গলে। সেখানে মুখোমুখি হতে হয় অজানা ও ভয়ংকর এক প্রাণীর। টম গরমিকান পরিচালিত এই হরর কমেডি ছবিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ আরও জনপ্রিয় শিল্পীরা।
অন্যদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য মুক্তি পেয়েছে স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসের নতুন সিনেমা দ্য স্পঞ্জবব মুভি সার্চ ফর স্কয়ারপ্যান্টস। জনপ্রিয় সিরিজের এই সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। আজ থেকে ঢাকার প্রেক্ষাগৃহেও ছবিটি উপভোগ করতে পারছেন দর্শকরা।
এই সিনেমার গল্পে হারিয়ে যাওয়া পোষা প্রাণী গ্যারি খুঁজতে সমুদ্রের গভীরে এক দুঃসাহসিক অভিযানে নামে স্পঞ্জবব। অভিযানের পথে তাকে মহাকাশযানে চড়া থেকে শুরু করে ফ্লাইং ডাচম্যানসহ নানা ভিলেনের মুখোমুখি হতে হয়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

