অ্যাডিলেডে হেডের টানা চার সেঞ্চুরি, চাপে ইংল্যান্ড

0
অ্যাডিলেডে হেডের টানা চার সেঞ্চুরি, চাপে ইংল্যান্ড

অ্যাডিলেডে ট্র্যাভিস হেডের ব্যাটে আবারও দাপট দেখাল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টানা চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান তুলে অস্ট্রেলিয়া, লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে।

প্রথম ইনিংসে ১৬৮ রানে ৮ উইকেট হারিয়েও লড়াই চালায় ইংল্যান্ড। বেন স্টোকস ও জোফরা আর্চারের নবম উইকেট জুটিতে আসে ১০৬ রান। স্টোকস ৮৩ এবং আর্চার ১০৫ বলে ৫১ রান করে আউট হন। তবে তাদের সেই লড়াইও অস্ট্রেলিয়ার বড় লিড ঠেকাতে পারেনি। সফরকারীরা অলআউট হয় ২৮৬ রানে, যেখানে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৭১।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নেন তিনটি করে উইকেট, নাথান লিয়নের শিকার দুটি।

দ্বিতীয় ইনিংসে হেড ১৯৬ বলে ১৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৪২ রান করে অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নিচ্ছেন। ৯৯ রানে জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৫ রানের পথে ছুটছেন তিনি। অ্যালেক্স ক্যারির সঙ্গে পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হেড। ক্যারি অপরাজিত আছেন ৫২ রানে।

ইংল্যান্ডের হয়ে জশ দুটি উইকেট নিলেও ম্যাচে ফেরার মতো অবস্থায় নেই সফরকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here