অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

0

গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ মো: জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জিএমপির কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ।

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশিকালে কোমরে গোজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার কক্ষ তল্লাশি করে চাইনিজ কুড়াল ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here