কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ডাকাত দল গিয়াস বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন (৩৯) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জানান, সোমবার ভোরে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন শিলের জেরি পাহাড়ের ঢাল থেকে হ্নীলা রঙ্গিখালী এলাকার শীর্ষ ডাকাত গিয়াস বাহিনীর প্রধান গিয়াসকে অবৈধ অস্ত্রগুলি ও মাদকসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি গিয়াস উদ্দিনের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান ২ রাউন্ড রাবার কার্তুজ এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। বর্ণিত আলামতসহ গ্রেফতারকৃত আসামি হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩৯)।
তিনি আরো জানান, গ্রেফতার গিয়াসের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক পৃথক ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াস ডাকাতের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অস্ত্র, মাদক, হত্যা ও অন্যান্য ধারায় ৯টি মামলা রয়েছে।