অবিলম্বে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হককে বিএনপি অস্ট্রেলিয়ার কমিটি খসড়া গঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিএনপির সিনিয়র ও সকলের কাছে গ্রহণযোগ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এবং সকল সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠনের এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত অনুমোদিত তিন কমিটির নেতৃবৃন্দ। গত ১২ মার্চ সিডনির ল্যাকেম্বাতে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত ৩ মার্চ বিএনপির কেন্দ্রীয় কমিটি অস্ট্রেলিয়া বিএনপির কমিটি খসড়া গঠনের জন্য রাশেদ দায়িত্ব দিয়েছেন। এ সংবাদ প্রকাশের পর অস্ট্রেলিয়া বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।রাশেদকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান এবং সাবেক সভাপতি দেলওয়ার হোসেন ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন বলেন, আমরা ১৯৯০ সাল থেকে এখানে বিএনপির কার্যক্রম শুরু করি। দলের দুর্দিনে আমরা দেশে-বিদেশে নানা কর্মসূচী পালন করেছি। রাশেদ কখনো বিএনপির কোনো কার্যক্রমে অংশ নেয়নি ।
তারা বলেন, সম্প্রতি আমরা জানতে পারলাম বিএনপির কেন্দ্রীয় কমিটি একটি গ্রুপের নিষ্ক্রিয় নেতা রাশেদকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। সে যেহেতু একটি গ্রুপ লালন করে ও কখনো কোন ইউনিটের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই এবং একারণে অন্যগ্রুপের সঙ্গে তার সাপে-নেউলে সম্পর্ক রয়েছে। ফলে তাকে এককভাবে দায়িত্ব দেওয়ায় অন্য দু’টি গ্রুপ তথা সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ নিয়ে এখানে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ রাশেদের মত অযোগ্যকে বাদ দিয়ে সিনিয়র নেতৃবৃন্দদের দায়িত্ব দিয়ে কার্যকর একটি মহাদেশের কমিটি গঠনের দাবি জানান।