হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় ফোরামের সভাপতি আব্দুল খান রতনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশ নেয়।
এই বৈঠকে আগামী অক্টোবরে আয়োজিত ট্রেড ফেয়ার (বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম বিস্তারিত ভাবে হাইকমিশনারকে অবহিত করা হয়।
বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এই সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলে ছিলেন শফিক শেখ, মোজাম্মেল বাবু, মাইদুর রহমান তরুন ও নাইম আবদুল্লাহ। বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার প্রতিনিধি দলে ছিলেন হাইকমিশনের কাউন্সিলর তাহলীল দিলওয়ার মুন, কাউন্সিলর রনি চাকমা প্রমূখ।