অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না উইলিয়ামসন

0
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না উইলিয়ামসন

নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। আগামী মাসে দেশের মাঠে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ছোট এই সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ ও নির্বাচিত আন্তর্জাতিক ম্যাচেই সীমাবদ্ধ। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তার সঙ্গে একটি ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ করেছে, যার আওতায় দুই পক্ষের সম্মতিতে নির্দিষ্ট সিরিজ ও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি।

উইলিয়ামসনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর গত মাসে জিম্বাবুয়ে সফরে তিনি অনুপস্থিত ছিলেন। তখন তিনি খেলছিলেন ইংল্যান্ডে মিডলসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে, এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট দলের হয়ে।

এনজেডসির সূত্রে জানা গেছে, উইলিয়ামসন আপাতত পুরোপুরি মনোযোগ দিচ্ছেন আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই লক্ষ্যে প্রস্তুতির পরিকল্পনার অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।

তবে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়া আরও চার ক্রিকেটার ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট এই সিরিজে খেলবেন। এর মধ্যে অ্যালেন চোটের কারণে না খেললেও বাকিরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে অংশ নেবেন।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৪ অক্টোবর, মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের জন্য কিউই স্কোয়াড ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here