অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড ও সাদারল্যান্ড

0

অস্ট্রেলিয়ার হয়ে বছরজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ট্রাভিস হেড। দেশটির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন এই ব্যাটসম্যান। মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। এই পেস বোলিং অলরাউন্ডার জিতেছেন ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড।’

দুজনই প্রথমবারের মতো পেলেন স্বীকৃতিটি। সোমবার জমকালো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০২৪ সালের সেরাদের স্বীকৃতি দেওয়া হয়।

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন হেড। ‘শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দা ইয়ার’ নির্বাচিত হয়েছেন পেসার জশ হেইজেলউড। গত বছর ৭ টেস্টে ১৩.৬০ গড়ে তিনি নিয়েছেন ৩৫ উইকেট।

ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। এই সংস্করণে গত বছর ২১ ম্যাচে তার প্রাপ্তি ছিল ৩৫ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টির সেরা হয়েছেন বেথ মুনি, ওয়ানডেতে অ্যাশলি গার্ডনার।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে চার সেঞ্চুরিতে মোট ১ হাজার ৪২৭ রান করেন হেড। ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে করেন ৬০৮ রান। সেঞ্চুরি করেন তিনটি। যার দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে।

অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে ১৪১ বলে ১৪০ রানের পর ব্রিজবেনে করেন ১৬০ বলে ১৫২। আরেকটি সেঞ্চুরি করেন তিনি বছরের শুরুতে অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডেতে গত বছর ৫ ম্যাচে ৬৩ গড় ও ১২০ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫২ রান। ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। আর টি-টোয়েন্টিতে বছরে ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৫৩৯ রান।

সাদারল্যান্ড ২০২৪ সালে টেস্ট খেলেন একটি। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ছয়ে নেমে ব্যাট হাতে তিনি করেন ২৫৬ বলে ২১০ রান, যা মেয়েদের টেস্টে ছয় নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস। হাত ঘুরিয়ে ওই ম্যাচে তিনি নেন ৫ উইকেট।

গত বছরে ১২ ওয়ানডেতে ৫২.৭১ গড় ও ১০০.২৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৬৯ রান। ওভারপ্রতি ৪.১৯ করে রান দিয়ে উইকেট নেন ১৩টি। এছাড়া টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে নেন ১৯ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here