অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে হালকা একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই দমকলকর্মী। অস্ট্রেলিয়ার কিছু অংশ বর্তমানে দাবানল মোকাবিলা করছে এবং নিহত কর্মীরা এ সংক্রান্ত কাজেই যুক্ত ছিলেন।
রবিবার (৫ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, দমকলকর্মীদের বহরকারী ওই প্লেনটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলীতে বিধ্বস্ত হয় বলে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এই এলাকাটি প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) উত্তরে অবস্থিত।