অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্ট অধিনায়ক কে?

0

অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটার ডেভিড ওয়ার্নার পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছে। সেই সঙ্গে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতেন চান এমনটাই জানিয়েছিলেন তিনি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ার্নারকে পরিকল্পনায় রেখে অজি ক্রিকেট বোর্ড (সিএ)।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে মিচেল মার্শ দেওয়া হয়েছে অধিনায়কে দায়িত্ব। মূলত, বিশ্বকাপে তার হাতেই দলের নেতৃত্ব তুলে দিতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। যে কারণে, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক করা হয়েছে মার্শকে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: 
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড, শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, ম্যাট শর্ট, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here