অস্ট্রেলিয়ার দল ঘোষণা, জানায়নি অধিনায়কের নাম

0

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে অজি অধিনায়ক কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দিবেন কে তা জানায়নি নির্বাচকরা। 

ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে যাকে দায়িত্ব দেয়া হবে, তার কাঁধেই হয়তো শ্রীলঙ্কা সিরিজের ভার অর্পণ করবে অস্ট্রেলিয়া। প্রথমটির সমাধান এখনও না হওয়াতেই বোধহয় অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কের নাম জানায়নি। ওয়ানডে সিরিজের দলে হেড ও স্মিথ দুজনেই আছেন।

চোটের কারণে কামিন্স ও জশ হ্যাজেলউড চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন, চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে আরও আগে ছিটকে গেছেন মিচেল মার্শ। এই সিরিজেও তারা নেই। অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস। স্বভাবতই তিনিও থাকছেন না। তাদের অনুপস্থিতিতে দলে ঢুকেছেন পেসার শন অ্যাবোট, স্পেন্সার জনসন, বেন ডারসুইস, লেগ স্পিনার তানভীর সাঙ্গা, অলরাউন্ডার কুপার কোনোলি, ওপেনার ফ্রেসার ম্যাকগার্ক ও অ্যারন হার্ডি।

প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১২ ও ১৪ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়া স্কোয়াড : ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, আলেক্স ক্যারি, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনোলি, শন অ্যাবোট, বেন ডারসুইস, ফ্রেসার ম্যাকগার্ক, মিচেল স্টার্ক, নাথান এলিস, স্পেন্সার জনসন ও তানভীর সাঙ্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here